শাহ আমানতে ৭ কেজি স্বর্ণ


প্রতিকি ছবি
 মোহাম্মদ এরশাদঃ বন্দরনগরী চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকক ছেড়ে আসা রিজেন্ট এয়ারওয়েজের অপর একটি ফ্লাইট থেকে ৭ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস।

রোববার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারক্র্যাফ্টের একটি আসনের কুশন থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।

বিমানবন্দর কাস্টমের সহকারী কমিশনার মো. মাহবুবুর রহমান জানান, ব্যাংকক ছেড়ে আসা ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে ঢাকা যায়। বিমানবন্দরে অবতরণের পর চট্টগ্রামের যাত্রীরা নেমে যান।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটিতে অভিযান চালানো হয়। এ সময় সেখানে একটি আসনের কুশনের ভেতর ৬০ পিস সোনার বার পাওয়া যায়, যার মোট ওজন ৬ কেজি ৯৯৮ গ্রাম।

এর আগে সকালে শাহ আমানত বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে সোয়া কেজি স্বর্ণ জব্দ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ