বাঁশখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মারামারি


বিএন ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ অনূর্ধ্ব–১৭ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের দুটি খেলা গতকাল বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় বাহারছড়া ইউনিয়ন একাদশ বনাম গন্ডামারা ইউনিয়ন একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হয়। এতে গন্ডামারা ইউনিয়ন একাদশ ১ গোলে জয় লাভ করে। এ খেলা চলাকালীন সময়ে বাহারছড়া একাদশের গোলরক্ষক মো. ইব্রাহিম গুরুতর আহত হয়। খেলা শেষে বাহারছড়া একাদশের লোকজন রেফারীর উপর ছড়াও হলে তাকে রক্ষা করতে গিয়ে মাঠের দায়িত্বে থাকা মো. শাহাজাহান গুরুতর আহত হয়। তাকে স্থানীয় আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, পুলিশ প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে দ্বিতীয় খেলা শীলকুপ ইউনিয়ন একাদশ বনাম খানখানাবাদ ইউনিয়ন একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হয়। এ খেলায় শীলকুপ ইউনিয়ন একাদশ জয় লাভ করে। দুটি খেলা শেষে গন্ডামারা ইউনিয়ন একাদশ এর মো. ফারুক এবং শীলকুপ ইউনিয়ন একাদশ জয়নাল আবেদীন কে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার প্রদান করা হয়। খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শ্যামল দাশ, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি তাজুল ইসলাম, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. বদরুদ্দিন চৌধুরী, শীলকুপ ইউনিয়নের চেয়ারম্যান মো. মহসিন,ও গন্ডামারা ইউনিয়নের দায়িত্বশীল লোকজনসহ, সহকারি শিক্ষা কর্মকর্তা লিটন কান্তি সুত্রধর, আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্র সেন বড়ুয়া, মো: হামিদ উল্লাহ, ক্রীড়া সংগঠক মো: আজগর হোসেন সহ আরো অনেক দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঘটনার ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন খেলা চলাকালীন কোন ঘটনা সংঘটিত হয়নি। খেলার পর বাহারছড়া টিমের লোকজন রেফারীর সাথে বিতর্ক করতে চাইলে তা আমরা মুহূর্তের মধ্যে সমাধা করে দেই। আজ বুধবার দুপুরে সরল একাদশ বনাম সাধনপুর একাদশ এবং বিকালে পুকুরিয়া একাদশ বনাম ছনুয়া একাদশের মধ্যে দুটি খেলা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য বাঁশখালীর ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে ১৫টি দল নিয়ে এ খেলা অনুষ্ঠিত হয়। আগামী ১৫ সেপ্টেন্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
/আজাদী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ