পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় নতুন একাডেমি ভবন ভিত্তি প্রস্তর স্থাপন করেন-আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি

বিনডেস্কঃবাং
লাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান এমপি  বলেছেন, বিশ্বায়নের এই যুগে টিকে থাকতে হলে মেধা ও শিক্ষার কোন বিকল্প নেই। এ জন্য সকলকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, প্রতিযোগিতামুলক এই বিশ্বে টিকে থাকার জন্য শ্ক্ষিার্থীদের পাশাপাশী শিক্ষকদের ও তথ্য প্রযুক্তিসহ বিজ্ঞানের নতুন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করার উপর গুরুত্বারোপ করেন।

আজ শনিবার পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় নতুন একাডেমি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি এসব বলেন। তিনি আরও বলেন একটি ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত ও নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে বর্তমান সরকার বাস্তবমূখী কর্মসূচী গ্রহন করেছে। নিরক্ষরতার অভিশাপ মুক্ত করার লক্ষ্য নিয়েই সরকার ইতিমধ্যে জাতীয় শিক্ষানিতি প্রণয়ন করেছে। এর অংশ হিসেবে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামুল্যে পাঠ্যবই বিতরন এবং প্রাথমিক সমাপনী ও জনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা চালু করা হয়েছে।  পাশপাশী ব্যাপক শিক্ষা প্রতিষ্ঠানের নতুন নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে ও করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ