কক্সবাজারে অভিনব কায়দায় নারী প্রতারক চক্র

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ সুন্দরী নারী অপরাধী চক্র সক্রিয়। এসব সুন্দরী মহিলা দামি কাপড় হাঁকিয়ে বিয়ের দাওয়াত কার্ড দেওয়ার কথা বলে টার্গেটকৃত বাড়িতে প্রবেশ করে। এরপর বাড়ির লোকজনের সঙ্গে ভাব জমিয়ে কৌশলে স্বর্ণালঙ্কার, টাকা পয়সাসহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। এই চক্র গুলি বিভিন্ন অভিনব প্রতারণা ঘটিয়ে নিরাপদে অবস্হান করেছে।
সংঘবদ্ধ চক্র গুলি নানা কৌশলে বাসায় প্রবেশ করে এ ধরনের অপরাধ করে থাকে। তবে বাসা বাড়িতে এ ধরনের অপরাধে জড়িতরা টার্গেটকৃত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত জেনে নেয়। এসব মহিলারা এখন বাসা বাডি বাঁধ দিয়ে রাস্তায় নেমে পড়েছে। তারা শহরে প্রতিনিয়ত রাস্তার সহজ সরল মানুষ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা।
শহরের হাসপাতাল রোড , পানবাজার রোড, প্রধান সড়ক ,কোর্টবিল্ডিং এলাকায় এসব চক্রটি ঘুরে বেড়ায় । এছাড়া শহরের বিভিন্ন অলিতে গলিতে এদের উপস্হিতি লক্ষ্য করা যায়।
সহজ সরল মানুষগুলি সুন্দরী নারী প্রতারক চক্রের ফাঁদে পড়ে নিজের সাধ্যমতো সাহায্য করতে বাধ্য হয়।
গত ৩১ জুলাই বিকেলে হাসপাতাল রোড়ের ফেমাস ডেন্টাল কেয়ারের সমনে এমন ধরণের ঘটনা ঘটে। প্রত্যেক্ষ সাক্ষী হিসেবে হাসপাতাল রোড়ের বিভিন্ন ব্যাবসায়ীরা জানান ওই মহিলা প্রতারক চক্রটি তাদের টার্গেট কৃত লোকদের সামনে এসে নম্রভদ্র ভাবে প্রথমে সালাম দিবে এবং সে উচ্চ বংশের সচ্ছল পরিবারের পরিচয় দিয়ে হঠৎ কক্সবাজার এসে বিপদের কথা বলে বিভিন্ন কৈশলে হাতিয়ে নেয় বিভিন্ন অংকের টাকা। হাসপতাল রোড় ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কিমিটির সদস্য এম ইউ বাহাদুর ব্যবসায়ী নেতা ওসমানসহ অত্র এলাকার বাসিন্দ ও ব্যাবসায়ীরা সুন্দরী মহিলা প্রথারক চক্রের বিরুদ্ধে ব্যবস্হ গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ