পুকুরিয়ায় হাবিবুর রহমান, সরলে নূর মোহাম্মদ বিজয়ী

বি,এন ডেস্কঃ
বাঁশখালী উপজেলার সরল পুকুরিয়া ইউনিয়নে জন ইউপি (পুরুষ) সদস্য পদে গতকাল (বুধবার) ২টি ভোট কেন্দ্রে উপনির্বাচন শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, ্যাব, পুলিশ, আনচার সদস্যদের ব্যাপক তৎপরতা ছিল কেন্দ্রগুলোতে। এতে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পুকুরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড হাজিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান মিঞা (বৈদ্যুতিক পাখা) ৭৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু তাহের (আপেল) পেয়েছেন ৬৩০ ভোট। এই কেন্দ্রে ১৭১৮ জন ভোটারের মধ্যে ১৩৭০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটার অনুপস্থিত ছিলেন ৩৫০ জন, বাতিল ভোট।
সরল ইউনিয়নের নং ওয়ার্ডে মিনজিরীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মিনজিরীতলা ওয়ার্ড বিএনপি সভাপতি নুর মোহাম্মদ (বৈদ্যুতিক পাখা) ৯০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শামিমুল ইসলাম সিকদার (তালা) ৮২৮ ভোট ওসমান গণি (ফুটবল) ৪৪২ ভোট পেয়েছেন। মোট ভোটারের সংখ্যা ৩২৮৬ জন। ভোট প্রদান করেছন ২২৫৬ জন। ভোট বাতিল ৭৯টি। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেছেন, বাঁশখালীতে ২টি ভোট কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটারদের উপস্থিতিতে কেন্দ্রের সীমানার বাহিরেও উৎসুক মানুষ ছিল প্রচুর। আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নে সহযোগিতা করেছে।
বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়সল আলম বলেছেন, বাঁশখালীতে ২টি ইউনিয়নে উপনির্বাচন শান্তিপুর্ণভাবে সম্পন্ন করতে পেরেছি ভোটারদের সহযোগীতায়। ভোটাররা দীর্ঘক্ষণ অপেক্ষা করে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেছে। উল্লেখ্য, পুকুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর ইউপি সদস্য নজির আহমদ সরল ইউনিয়ন পরিষদ সদস্য আনোয়ার সিকদারের মৃত্যুজনিত কারণে গতকাল (বুধবার) ২টি ওয়ার্ডে উপনির্বাচন সম্পন্ন হয়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ