সংরক্ষিত নারী কাউন্সিলর পদে লড়তে প্রস্তুত মেধাবী শিক্ষিকা আইরিন

আব্দুল আলীম নোবেলঃ রেবেকা সোলতানা আইরিন (বিএ,এল,এল,বি) কক্সবাজার পৌরসভার টেকপাড়ার এলাকার বাসিন্দা ঐতিহ্যবাহী পরিবারের সদস্য সাবেক কৃতি ফুটবলার ক্রিড়া ব্যক্তিত্ব ছুরত আলম প্রকাশ আলম সাহেব এর মেয়ে। আইরিন কক্সবাজার লাইজ হাউজ কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষিকা হিসাবে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছেন। মেধাবী উচ্চ শিক্ষিত, মার্জিত, সকলের কাছে মিশুক স্বভাবের এই নারী তিনি। এছাড়া কক্সবাজার জেলা মানবাধিকার কমিশনের যুগ্ন সাধারণ সম্পাদক, বিকশিত নারী নেটওর্য়াকের জেলা সদস্য, গ্রাম আদালতের প্রভাবশালী সদস্য, আমরা পারি নারী নির্যাতন প্রতিরোধ জোটের সিনিয়র সদস্য। পরিবার থেকে পাওয়া রাজনৈতিক শিক্ষাকে কাজে লাগিয়ে কক্সবাজার পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচন করার কথা জানিয়েছেন সাধারণ মানুষের প্রিয় নেত্রী রেবেকা সোলতানা আইরিন। ছোটকাল থেকে সাধারণ মানুষের বিপদের সময় পাশে থেকে কথা বলার উদ্যম সাহস রয়েছে তার। আজীবন জনগনের সেবা করে যেতে চান বলে জানান পরিশ্রমি এই নারী নেত্রী। 

আগামী ২৫জুলাই কক্সবাজার পৌরসভার নির্বাচন ঘোষণা করছেন নির্বাচন কমিশন। এই নিয়ে বিভিন্ন প্রার্থীরা নির্বাচনের মাঠে মানতে দেখা যাচ্ছে। ইতোমধ্যে কক্সবাজার পর্যটন শহরের নির্বাচনী হাওয়াও বয়তে শুরু করেছে। খবর পাওয়া যাচ্ছে নতুন পুরাতন মিলে একাধিক মেয়র প্রার্থী ও কাউন্সিলরসহ শতাধিক প্রার্থী মাঠে নামার গুজন। এলাকাবাসীর সাথে কথা বলে জানাগেছে এইবারে মাঠে দেখা মিলবে পরিচ্ছন্ন,তরুণও তরুণী, শিক্ষিত নারী-পুরুষ প্রার্থীদের। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রচার প্রচরানা শুরু করে দিয়েছেন। জানাগেছে মুক্তিযুদ্ধ পরিবারের সদস্য শিক্ষিকা নারী নেত্রী ও সমাজ সেবিকা রেবেকা সোলতানা আইরিন কক্সবাজার পৌরসভার ৪,৫,৬ ওয়ার্ডের সংরক্ষিত নারী আসন থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে সাধারণ মানুষের সেবা করতে চাই। এতে এই এলাকার ভোটার ও সাধারণ মানুষের দোয়া ও ভোট প্রত্যাশী রেবেকা সোলতানা আইরিন । মেধাবী ও পরিচ্ছন্ন এই নারী নেত্রী আইরিন গরিব মেহনতি, নির্যাতিত নারীদের পাশে থেকে সাধারণ মানুষের সেবা ও সমৃদ্ধ পৌর নগরী গড়তে স্বপ্ন দেখেন বলে জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ