বৃহৎ ও মহৎ কাজ করতে গেলে দু-একটি ভুল হতেই পারে: ওবায়দুল কাদের

গাজী গোফরানঃ 
কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর ও যুবলীগের সাবেক সভাপতিএকরামুল হক একরামের নিহতহওয়ার ঘটনাকেভুল হিসেবে দেখছেন আওয়ামী লীগেরসাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, কোনো ভালো কাজ, বৃহৎ কাজ, মহৎ কাজ করতে গেলে দু-একটি ভুল হতে পারে। সে ভুলের জন্য যারা দায়ী তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় যদি কেউ জড়িত থাকে, তার যথোপযুক্ত বিচার হবে। কোনো ছাড় দেয়া হবে না।আজ শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বিআরটিসির নারীদের জন্যবাস সার্ভিস উদ্বোধন শেষেমন্ত্রী এসব কথা বলেন।মন্ত্রী আরো বলেন, নগরীতে নারীদের জন্যচালু হলো ৩৬ আসন বিশিষ্ট ‘দোলন চাঁপা’ বাস সার্ভিস।প্রতীকীভাবে দুইটা বাস চালু করা হলো। আগামী দুই মাসের মধ্যে আরও ৮টি বাস চালু করা হবে। বাসটিতে প্রাথমিক চিকিৎসা, সিসিটিভিসহ নিরাপদ ও আরামদায়ক ব্যবস্থা আছে। বাসগুলোমিরপুর সার্কেল থেকেআজিমপুর, মিরপুর ১২ থেকে মতিঝিল রুটে চলাচল করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ