টেকনাফ সাবরাংএ এক ইয়াবা গডফাদার গ্রেপ্তার হলেও অন্যরা চরম বেপরোয়া



বার্তা পরিবেশকঃ টেকনাফ সাবরাং সিকাদার পাড়া এলাকায় এক ইয়াবা গডফাদার গ্রেপ্তার হলেও অন্যরা ধরা ছোয়ার বাইরে। গত বৃহস্পতিবার ওই আসামী আদালতে হাজিরা দিতে আসলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠান বলে জানাগেছে। গ্রেপ্তারকৃত আসামী স্থানীয় মৃত ইউসুফ আলীর ছেলে আমির হোসেন। একই এলাকায় তার অপর সহযোগি আরেক ইয়াবা গডফাদার মো হারুন ও তাদের সহযোগিতাকারী বহুবির্তকিত ছব্বির মেম্বার সিন্ডিকেট চরম বেপরোয়া হয়ে ওঠেছে। এই সিন্ডিকেটটি এলাকায় একের পর এক নানা অপ্রতিকর ঘটনা করে চলছে। ইয়াবার কালো টাকা দিয়ে কাউকে পাত্তা দিচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা টেকনাফ এফআইআর নং-১১, ১১মে ২০১১, জিআর নং১৪৯/১১, এফআইআর নং ৪০/৮৩৭, ১৭সালের ১৯নভেম্বর, অপর আসামীর এফআইনং১৪/১৪, ১৮সালের ১২ জুন। এছাড়া তাদের বিরুদ্ধে ইয়াবা মামলাসহ একাধিক মামলা রয়েছে।এই সিন্ডিকেটের লোকাজন মাত্র কয়েক বছর আগে জেলেদের জাল টুনে জীবন যাপন করলেও এখন আলিশান জীবন যাপন করছে। ইয়াবার কালো টাকার বৌদলতে সব সম্ভব হচ্ছে। সূত্রে জানায়, স্বররাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা ভুক্তআসামী তারা। এইএলাকা থেকে পাচার হওয়া বড় বড় ইয়াবা চালানের মূলহেুাতা এই সিন্ডিকেটের সদস্য। দিনদিন তাদের চরম বেপরেয়া আচরণে এলাকাবাসী আতংকে রয়েছে। প্রকাশ্যে ইয়াবা ব্যবসা এলাকাই  তাদের কাছে নিয়মে পরিণত হয়েছে। কিসের ইশারায় এমন ক্ষমতা এই সিন্ডিকেট নিয়ে নানা প্রশ্নের ঘুরপাক খাচ্ছে খোদ এলাকাবাসীর কাছেও। এই সিন্ডিকেটকে আইনের এনে শাস্তিকামনা করছেন এলাকার সচেতন মহল। এই বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ(ওসি) রনজিৎ বড়–য়া জানান, যে কোন ইয়াবা ব্যবসায়ী ও সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ