আজ বিশ্ব মা দিবস পালন করছে জাপান আওয়ামীলীগ

বি,এন ডেস্কঃ
জাপান আওয়ামীলীগের সভাপতি জুলফিকার আলী জুয়েল তরফদার বলেছেন, আজ রোববার (১৩ মে) ‘বিশ্ব মা দিবস’। বিশ্বের সকল মাকে উৎসর্গ করা দিন আজ। প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার এই দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়। জাপান আওয়ামীলীগের সভাপতি জুলফিকার আলী জুয়েল তরফদার মা দিবসের উদ্দেশ্যে বলেন,শুভ আন্তর্জাতিক মা দিবস। যদি তুমি একজন পুরুষকে শিক্ষিত কর, তাহলে শুধু একজন পুরুষই শিক্ষিত হন কিন্তু যদি একজন মাকে শিক্ষিত করেন সাথে পুরো জাতি শিক্ষিত হয়।’ মায়ের অভাব কি সেটা আসলে যারা মা হারিয়েছে একমাত্র তারাই জানে। মা হারানোর যন্ত্রণা কি আমি জানি, মা-বাবার মৃত্যুর পর থেকে যেন জীবনটি অন্ধকারছন্ন হয়ে গেছে। জাপান আওয়ামীলীগের সভাপতি জুলফিকার আলী জুয়েল তরফদার আরো বলেন,প্রতিটি মাকে যথাযথ সম্মান দেয়া। শ্রদ্ধা ও ভালোবাসা দেয়া। যিনি জন্ম দিয়েছেন, লালন-পালন করেছেন—সেই মা অনেক ক্ষেত্রেই অবহেলিত। ঘরে-বাইরে সর্বেক্ষত্রে মায়ের অধিকার প্রতিষ্ঠার লক্ষেই দেশে দেশে মা দিবস পালন করা হয়। জাপান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন বলেন, মা দিবসের মূল উদ্দেশ্য জন্মদাত্রী মা’কে যথাযথ সম্মান দেওয়া। যে মা জন্ম দিয়েছেন, লালন-পালন করেছেন, তাকে শ্রদ্ধা দেখানোর জন্যই মূলত দিবসটি পালন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ