জামালপুর সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা জনতার সমাবেসের আয়োজন

মোঃ আরিফ মিয়া,জামালপুরঃ
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় ১৭ ই এপ্রিল রোজ শুক্র বার মুক্তিযোদ্ধা জনতার এক সমাবেসের আয়োজন করা হয়।এ আয়োজনটি করা হয় সরিষাবাডী রেল স্ট্রেসনের মাঠে। এ সমাবেসে উপস্থিত হন জামালপুর জেলার আওয়ামীলীগের নেতা কর্মী ও মুক্তিযোদ্ধারা ও সাধারণ জনগন। এ আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর ৪- আসনের সরিষাবাড়ী উপজেলার এবং ১২ নং তিতপ্ললা ও ১৩ নং মেষ্টা ইউনিয়নের সাবেক এমপি ও বর্তমান এমপি পদ পার্থী ডঃ মোঃ মুরাদ হাসান,সভাপতি হিসেবে ছিলেন বীর প্রতিক আব্দুল হাকিম,এছাডাও বক্তব্য রাখেন রীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ খান তার বক্তব্যে ডঃ মুরাদ হাসানের নৌকা মার্কা পাওয়ার প্রতেসি করেন,জামালপুর সেক্টর কমান্ডার আব্দুর রশিদ, সে বলেল আজ রাজাকাররা যখন বলে জয় বাংলা তখন খুব খারাপ লাগে,আবসর প্রাপ্ত নুরুইসলাম, সরিষাবাডী সাবেগ মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন, জামালপুর জেলার কমান্ডার সোজাদ আলী তিনি বলেন মুক্তিযোদ্ধা জনতায় গড়ে তুলে সততা।বীর মুক্তিযোদ্ধা মতিয়োর রহমান এর স্তান হিসেবে মুরাদের নৌকা প্রতিক পাওয়া পয়োজন,মুক্তিযোদ্ধা সম্পাদক জামালপুর গিয়াস উদ্দিন পাঠান,আনোয়ার রফিক, বাহাদুর স্যার প্রধান শিক্ষক বাউশি উচ্চ বিদ্যালয়,আজমত,আনোয়ার।মুরাদ হাসান বলেন যে,সরিষাবাডী কোন রাজাকার থাকতে পারে না যারা আমার মা বোনদের উপর নির্যাতন ও লোটতারাজ করেছে এবং আমাদের দেশকে বিকিয়ে দিতে চায় তারা আামার সরিষাবাডীতে স্থান নেই। রক্ত দিয়েআমার বাংলাকে উপহার দিয়েছে সেই বাংলাকে একজন রাজাকার সাসন কবে না। তাই আমাকে সবাই কথাদিন নৌকা মার্কায় ভোট দিব সোনার বাংলা গড়ে তুলবো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ