চকরিয়ায় অস্ত্র ও গুলিসহ বাঁশখালীর ডাকাত গ্রেপ্তার



বিএন ডেস্কঃ চকরিয়ায় সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলিসহ এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। মহেশখালী থেকে অস্ত্র ও গুলি ক্রয় করে সে বাঁশখালীতে পাচারের চেষ্টা করছিল। তল্লাশির সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয় একটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি। গতকাল সোমবার বেলা দুইটার দিকে এবিসি আঞ্চলিক মহাসড়কের চকরিয়া–পেকুয়া সীমান্ত সেতুর (বাঘগুজারা সেতু) ওপর যানবাহনে তল্লাশির সময় ওই ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ডাকাতের নাম মোহাম্মদ পারভেজ (২৮)। সে বাঁশখালী উপজেলার চেঁচুরিয়া গ্রামের জালাল আহমদের ছেলে।
চকরিয়া মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মং থোয়াই চাক দৈনিক আজাদীকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত ব্রিজের ওপর যানবাহন দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। এসময় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রীর হেফাজত থেকে উদ্ধার করা হয় দেশিয় তৈরি একটি এলজি ও চার রাউন্ড তাজা কার্তুজ। ডাকাতির অভিযোগে গ্রেপ্তার পারভেজের বিরুদ্ধে বাঁশখালী থানায় অসংখ্য মামলা রয়েছে বলে জানান তিনি। থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মহেশখালী থেকে অস্ত্র ও গুলি ক্রয় করে আঞ্চলিক মহাসড়ক হয়ে নিরাপদে বাঁশখালী যাওয়ার চেষ্টা করছিল ওই ডাকাত। গোপন সংবাদ পেয়ে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করতে তল্লাশি চালানো হয় যানবাহনে। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
/আজাদী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ