সংসদ নির্বাচনে সেনাবাহিনী থাকার পক্ষে সিইসি

বি,এন ডেস্কঃ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হওয়া উচিত। এ মত তাঁর ব্যক্তিগত বলেও জানান সিইসি।
আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ইলেকশন ওয়ার্কিং গ্রুপ’ আয়োজিত একটি অনুষ্ঠানে সিইসি এ কথা বলেন।
সিইসি কে এম নুরুল হুদা বলেন, ‘সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হওয়া উচিত। তবে এটা আমার ব্যক্তিগত মতামত। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন (ইসি)।’
এ সময় প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে কে এম নুরুল হুদা বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কমিশন ব্যবস্থা নেবে।
সুত্রঃ প্রথম আলো

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ