বিএন ডেস্ক :
এবছরের জুলাই মাসে দেশের পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে,
জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। আজ সকালে
রাজশাহীর পবা উপজেলা নির্বাচন কার্যালয় পরিদর্শন শেষে একথা বলেন তিনি।
সিইসি বলেন, গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের
নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচনের আগেই। কখন কোন তারিখে নির্বাচন হবে তা
এখনও ঠিক হয়নি। তবে প্রাথমিকভাবে বলতে পারি, সব নির্বাচন হবে জুলাই মাসের
মধ্যে।
নুরুল হুদা আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০১৯ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি অথবা এই বছরের ডিসেম্বরের শেষের দিকে।
নুরুল হুদা আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০১৯ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি অথবা এই বছরের ডিসেম্বরের শেষের দিকে।
অর্থাৎ ডিসেম্বরের ২০ এর পর থেকে জানুয়ারির ২০ তারিখের মধ্যেই এই নির্বাচনও
হবে। এবার সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। তবে সেটা কি
পরিমাণে ব্যবহার করা হবে তা নির্ভর করবে ইভিএম মেশিন সম্পর্কে প্রশিক্ষণের
ওপর।
সূত্র : মানবজমিন
0 মন্তব্যসমূহ