দেওয়ানগঞ্জে মাদ্রাসার ১০ জন ছাত্র আহত

মোঃ আরিফ মিয়া, জামমালপুরঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নে এ রব আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মো. শফিকুল্লাহ মজনুর বেত্রাঘাতে ১০ জন ছাত্র-ছাত্রী গুরুতর আহত হয়েছে। আগের দিন টিফিন পিরিয়ড ফাঁকি দেওয়ার কারণে তাদেরকে বেত্রাঘাত করা হয়। আহত ছাত্র-ছাত্রীদের দেওয়ানগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ অভিভাবকেরা ওই শিক্ষককে মাদরাসায় অবরুদ্ধ করে রাখে।
মাদরাসা একটি সূত্র জানায়, এ রব আলিম মাদরাসার দাখিল শ্রেণির কয়েকজন ছাত্র-ছাত্রী দুপুরে টিফিন পিরিয়ডের পর আর ক্লাসে ফিরে যায়নি। এ নিয়ে সকালের প্রথম ক্লাসে বেলা সাড়ে ১০টার দিকে দাখিল শাখার সহকারী শিক্ষক সায়েদা ইয়াসমিন ওই ছাত্র-ছাত্রীদের সতর্ক করেন যাতে আর কোনোদিন তারা ক্লাস ফাঁকি না দেয়। কিন্তু মাদরাসার আলিম শাখার সহকারী অধ্যাপক মো. শফিকুল্লাহ মজনু তা মানতে রাজি নন। ক্লাস ফাঁকি দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি দাখিল ক্লাসে গিয়ে ওই সহকারী শিক্ষকের সামনেই ছাত্র-ছাত্রীদের গায়ে সজোরে বেত্রাঘাত করতে থাকেন। বেত্রাঘাতের এক পর্যায়ে কয়েকজন ছাত্র মাটিতে লুটিয়ে পড়ে। এতে ১০-১২ জন ছাত্র-ছাত্রী গুরুতর আহত হয়। এ সময় মাদরাসার অন্যান্য শিক্ষার্থীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে আহত ছাত্র-ছাত্রীদের উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করায়। বেত্রাঘাতে আহতরা হল- সোউরফ হাসান, যায়েদ সাইফুল্লাহ ফাহিম, সুহান, মাহফুজুর, তানজীনা, আকলিমা আক্তার, করিফুল, ইয়াসমিন ও শীলা। রাতে আহত ছাত্র-ছাত্রীরা চিকিৎসা নিয়ে তাদের বাড়িতে ফিরে গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ