জামালপুরে মাটি ও চুন দিয়ে সার তৈরি

মোঃ আরিফ মিয়াঃ
জামালপুর সদর উপজেলার ভারুয়াখালীর সাবুরমোড় এলাকার কতুববাড়ীতে মাটি ও চুন দিয় প্রতিনিয়ত তৈরি করা হচ্ছে ভেজাল কীটনাশক ও দানাদার সার। রাতের অন্ধকারে তৈরিকৃত এসব কীটনাশক পরিবহনযোগে পৌছে যাচ্ছে বিভিন্ন জেলায়। এসব সার ব্যবহার করে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, ভারুয়াখালী এলাকার সাবুরমোড় সংলগ্ন কতুববাড়ীর আবুল কালাম ও জিয়াউর রহমান জিয়া দীর্ঘদিন যাবত নামী-দামী কম্পানীর মোড়ক ব্যবহার করে মাটি ও চুন দিয়ে ভেজাল কীটনাশক ও দানাদার সার তৈরি করছৈ। প্লট-সি, বিসিকি শিল্প নগরী টঙ্গী, গাজীপুর ঠিকানায় মেঘনা ফার্টিলাইজার কোম্পানীর মোড়কে তৈরিকৃত ভেজাল কীটনাশক ও রাঙ্গা মিনিকেট চাউলের বস্তায় মাটি দিয়ে তৈরিকৃত দানাদার সার জিয়াউর রহমানের বাড়ীর ভিতরের বারান্দায় দেখা যায়। জিয়াউর রহমানের ঘরের খাটের নিচে দেখা যায় মাড়কীকরনে ব্যবহারিত মেশিন।
এলাকার এক ব্যক্তি বলেন, আবুল কালাম ও জিয়া দীর্ঘদিন যাবত এসব ভেজাল ব্যবসা করে আসতেছে।
এ বিষয় জিয়াউর রহমান জিয়া বলেন, সবাইকে ম্যানেজ করে এসব সার তৈরি করি। এতে দোষের কি? তিনি আরও বলন, আমি দীর্ঘদিন যাবত এ ব্যবসা করে আসছি। কেউ কোন বাধা দেয়নি।
এ বিষয় জামালপুর সদর উপজলার কৃষি কর্মকর্তা সাখাওয়াত ইসলাম এর সাথে মোবাইল ফোন কথা বললে তিনি পরে কথা বলবেন জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ