স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি চাম্বল ইউনিয়ন আওয়ামীলীগ এর শ্রদ্ধা

বি,এন ডেস্কঃ
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির দীর্ঘ স্বাধিকার আন্দোলনের চূড়ান্ত লড়াইয়ের সূচনার কাল। প্রতিবছর মহান স্বাধীনতা দিবস জাতির জীবনে প্রেরণায় উজ্জীবিত হওয়ার নতুন বার্তা নিয়ে আসে। স্বাধীনতা দিবস তাই বাংলাদেশের মানুষের কাছে মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার ইতিহাস। ১৯৭১ সালের এই দিনে শুরু হয় মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকারের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করছে জাতি। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে সোমবার সকাল ০৩টায় বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের নবনির্মিত শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন চাম্বল আওয়ামীলীগ ও বিভিন্ন ইউনিয়নের এর নেতৃত্ববৃন্দ। এসময় উপস্থিত ছিলেন চাম্বল ইউনিয়নের জনতার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক চোধুরী, শেখেরখীল ইউনিয়নের জনতার নির্বাচিত চেয়ারম্যান মোঃ ইয়াছিন,আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যপক আব্দুল করিম স্যার,শীলকূপ আওয়ামীলীগ নেতা ডাঃ ভূপাল বড়ুয়া, পশ্চিম চাম্বল আওয়ামীলীগ এর তৃণমূলের কর্মীবান্ধব আওয়ামী নেতা মোহাম্মদ ইউনুছ কোম্পানি, আওয়ামী লীগ নেতা জেবল হোছাইন (কালু) কোম্পানি, আওয়ামী নেতা আবুবকর সওদাগর, মোঃ হাছন আহমদ, আলাওল কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মাদ আলী হোছাইন,আক্তার হোসেন, পশ্চিম চাম্বল ছাত্রলীগ নেতা আব্দুল গফুর, আব্দুল বাসেত,ওবাইদুল ইসলাম, ফখর উদ্দিন প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ