আন্তর্জাতিক আইনে খালেদা জিয়াকে সহায়তা দেবো : কার্লাইল

বিএন ডেস্কঃ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকালে লর্ড কার্লাইলকে খালেদা জিয়ার আইনী পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানান। এরপর ব্রিটিশ হাউস অব লর্ডসের সদস্য কার্লাইলের সঙ্গে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা হয়।
তিনি ইমেইলে খালেদা জিয়ার আইনজীবী হিসেবে নিযুক্তির বিষয়টি নিশ্চিত করে আন্তর্জাতিক ও ফৌজদারী আইন অনুযায়ী সহায়তা দেওয়ার কথা জানিয়ে বলেন, ‘আমি আরও জানিয়ে রাখি, সম্প্রতি আমি কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের চেয়ারম্যান নিযুক্ত হয়েছি। এই সংস্থাটির বাংলাদেশের বিচারবিভাগের স্বাধীনতা ও ক্ষমতার বণ্টন নিয়ে গভীর আগ্রহ রয়েছে। আমি নিজেও এই বিষয়ে অনেক আগ্রহী।
প্রসঙ্গত, ব্রিটিশ আইনজীবী লর্ড কারলাইল সাধারণত গুরুতর অপরাধ, স্থানীয় সরকার এবং লাইসেন্স, পরিকল্পনা ও পেশাগত নিয়ম-শৃঙ্খলা সংক্রান্ত সরকারি আইনের মামলায় বেশি অংশ নিয়ে থাকেন। সংসদীয় অধিকার ও আচরণ সংক্রান্ত বিষয়গুলোতে তার বিশেষ আগ্রহ রয়েছে। এছাড়া বড় ধরনের বাণিজ্যিক প্রতারণা মামলার বেসামরিক ও অপরাধ দিকগুলোতে তিনি বিশেষ পারদর্শী। তিনি এমন অনেক মামলায় নেতৃত্ব দিয়েছেন
সূত্রঃ দিগন্ত বার্তা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ