পটিয়া জেলা চাই না

মোরশেদুল আলম

ফেইসবুক পোষ্টে ভরপুর পইট্টা জেলা চাই,
আসলে কি বিবেক বলতে তাদের কিছু নাই?

বাঁশখালীতে জন্মেছি চট্টগ্রাম জেলা গর্ব,
মা-বাবার এই জেলা পরিত্যাগ কেমনে করব।

পইট্টা যদি জেলা হয় করব কেমনে বাস,
সুযোগ পেলে পইট্টাবাসী করবে পরিহাস।

মানবু নাতু পইট্টা জেলা আমরা বাঁশখালীয়ান,
দাবি থাকবে একটা শুধু শিক্ষার ভালো মান।

পইট্টা যদি জেলা হয়, মানবে না সাতকানিয়া,
চন্দনাইশও একতা, লোহাগাড়ার সব নিয়া।

আনোয়ারার আন্দোলন জমবে অনেক বেশ,
উপজেলাবাসী সব মিলিয়া পইট্টা করব শেষ।

চাঁটগাইয়া ছেলে আমরা একতা থাকব সব,
পইট্টা কোনো জেলা চাই না ধরব সবাই রব।

পইট্টা জেলা কোনদিও করব না আমরা বরণ,
ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলায় হয় যেন মরণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ