গুলি করে আতংক সৃষ্টি এস আলমকে ৯০ ভাগ জায়গা বুঝিয়ে দিল প্রশাসন বাঁশখালীতে

বাঁশখালীতে এস আলম পাওয়ার প্ল্যান্টের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত জায়গা বুঝিয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন। জোর পূর্বক দখল করা জমি গতকাল বিকালে স্থানীয় জনতা বাধা দিতে গিয়ে ব্যর্থ হয়েছেন। সরকারি কর্মকর্তা পুলিশের উপস্থিতিতে দুর্বৃত্তরা অজ্ঞাত স্থান থেকে রাউন্ড গুলি ফাটিয়ে আতংক সৃষ্টি করেছে। ামারা এলাকায় এস আলম পাওয়ার প্ল্যান্টের জন্য সরকারিভাবে আবেদন করে এস আলম কর্তৃপক্ষকে প্রায় ৭শত একর জমি বরাদ্দ দেয়। সরকারি এই জমিগুলোর মধ্যে ামারা এলাকায় কিছু কিছু ব্যক্তি দখল করে রয়েছে। স্থানীয়ভাবে পাওয়ার প্ল্যান্টের পক্ষ থেকে অধিকাংশ জমি ভোগ দখলকারীকে আর্থিক সহয়তা প্রদান করেন। সরাকারিভাবে বরাদ্দকৃত জায়গার উপর স্থানীয় ব্যক্তিরা সিন্ডিকেটের মাধ্যমে লবণ চাষ করে। সরকারি জায়গা দখল ছেড়ে দেওয়ার জন্য স্থানীয়দেরকে উপজেলা প্রশাসন থেকে অবহিত করা হয়। তবুও জোরপূর্বক সরকারি জায়গাগুলো স্থানীয়রা নিজেদের কাজে ব্যবহার করে আসছে। গতকাল ৯০ ভাগ সরকারি জায়গা এস আলাম পাওয়ার প্ল্যান্টকে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছেন। কিছু জায়গা এখনো দখল কাজ সম্পন্ন হয়নি। অবস্থায় স্থানীয় লোকজন প্রশাসনের লোকজনের উপস্থিতি টের পেয়ে বাড়ির আড়াল থেকে গুলিবর্ষণ করে ভিতি প্রদর্শন করে বলে অভিযোগে জানা যায়। ইউপি সদস্য আলী নবি বলেন, বিগত দিনে মামলার আসামিদের মুক্তি না দিলে স্থানীয়রা উন্নয়ন কাজে বাধা প্রদান করবে। বাঁশখালী থানার অফিসার ইনর্চাজ (ওসি মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা থানা পুলিশের উপস্থিতিতে এস আলম পাওয়ার প্ল্যান্টের জন্য লিজ প্রদানের মাধ্যমে বরাদ্দকৃত জমি পতাকা দিয়ে চিহিৃত করে বুঝিয়ে দেওয়া হয়েছে। কিছু ব্যক্তি নিজেদের স্বার্থের জন্য বিশৃঙ্খলা করতে চেয়েছিল, ব্যর্থ হয়েছে
সুত্রঃদৈনিক পূর্বকোণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ