খাঁচা বন্ধি কৈশর

গাজী গোপরান,বাঁশখালী নিউজঃ
এভাবেই একে একে গ্রাস হচ্ছে নগরির খেলার মাঠ। আগ্রাবাদ ডেবার পাড়ের এই স্থানটিতে শিশু কিশোরেরা খেলাধূলায় মেতে থাকতো। অথচ এখন সেটা লোহার খাচায় বন্ধি করে রাখা হয়েছে। ইট পাথরের দালান আর লোহার খাচায় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে সুস্থভাবে বেঁচে থাকবে ? বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে একে একে সব গুলো উম্মুক্ত স্থান দখল হয়ে গেছে। অবশেষে ডেবার পাড়ের পাশের এই ছোট্ট উম্মুক্ত স্থানটি কাঁটাতারের বেড়ায় দখল হয়ে গেলো।
গতকালো যারা এই মাঠে খেলা করতো আজ তারা এই মাঠেই প্রবেশ করতে পারছে না। তাহলে এই এলাকার শিশু কিশোদের বিনোদন বলতে আর কি বাকী থাকে ? খেলাধূলার মতন বিনোদন বঞ্চিত হয়ে এরাই আগামীতে মাদক আর অসামাজিক কাজে লিপ্ত হবে। অবসর সময়ে এই কিশোররা বখাটেদের আড্ডায় যোগ দেবে। নগরিতে সাম্প্রতিক কিশোর গ্যাং এর হানাহানি বেড়ে যাচ্ছে। আজ যদি এই ছেলেরা এমন কাজে জড়িয়ে পড়ে তাহলে এর দ্বায় কে নেবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ