চট্টগ্রামে হত্যা মামলায় বাঁশখালীর খোকনসহ তিন জনের যাবজ্জীবন

নিউজ ডেস্কঃ
চুরি করতে গিয়ে এক দোকানদারকে হত্যার দায়ে চট্টগ্রামে তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) চট্টগ্রাম জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হোসনে আরা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজার জেলার বাসিন্দা খোরশেদ আলম, দ্বীন মোহাম্মদ ও বাঁশখালী উপজেলার বাসিন্দা খোকন। আসামিদের মধ্যে খোকন কারাগারে, বাকিরা পলাতক।
ট্রাইব্যুনালের বিশেষ পিপি জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দণ্ডবিধির ৪৬০(৩৪) ধারায় হত্যার দায়ে তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। একই রায়ে চুরির দায়ে প্রত্যেককে ৫ বছর কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ড দিয়েছেন।’
আদালত সূত্র জানিয়েছে, ২০০৯ সালের ২১ জুলাই হাটহাজারী উপজেলার অসি মিয়া রোড এলাকার শাহেদ ডিপার্টমেন্টাল স্টোরে চুরি করতে যায় দণ্ডিত তিন আসামি। এ সময় তারা দোকানের মালিক শাহেদকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় শাহেদের ছোট ভাই হাটহাজারী থানায় একটি মামলা করেন। একই বছরের ১১ নভেম্বর ওই মামলায় তিন জনকে আসামি করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। ১৭ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ সোমবার আদালত এ রায় দেন।
 সূত্রঃ বাংলা ট্রিবিউন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ