হক্বে হক্বে পদে পদে কেন দলাদলি



লেখক আব্দুল করিম লতিফী

বামে বামে রামে রামে যদি
আজ হতে পারে কোলাকোলি.
তবে হক্বে হক্বে পদে পদে কেন মুসলমানদের এত দলাদলি?

আজ নাস্তিকে নাস্তিকে মুক্তমনায় দেখি মুক্ত মনায় হেব্বি ভাব. আস্তিকে আস্তিকে উম্মতে উম্মতে কেন রবে বৈরী এই সভাব,

স্বার্থের চালাচালি অযাথা দলাদলি দয়াকরে দাওনা একটু ফেলি. এসো সবে মিলি আজ হক্বের বুলি বীরত্বে এই ভবে ধরে তুলি,

রাসুলের উম্মত হয়ে যদি মোরা আজো একতা নাহি হতে পারি. মুসলিম যে ভাই ভাই হাদীসে বর্ণিত আজ তো তারী অমান্য করি,

বিধাতা গড়েছেন মহা বিশ্ব বিশাল করেছেন পরিধি তার. লোভ লালসা হিংসা বিদ্ধেষে মানুষ ধ্বংস করে নিজ সভ্যতার,

মানুষ বেঁচে থাকে বর্বরতায় নয় শিক্ষা-দীক্ষা ধর্ম-কর্মের ব্যবহার. যে জাতি বিশ্ব সবার উপরে আজ পিছে ছিল ত্যাগ, ধৈর্য, সহিঞ্চুতার,

ভোগ বিলাসিতা মত্ত না হয়ে মানুষ দূর করো হিংস্র ভূগ জাহেলিয়ার. মন্দ কে জয় করো ভালো কাজ দিয়ে শত্রুকে মিত্র করার নাও অঙ্গীকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ