বাঁশখালী অনির্বান যুব উন্নয়ন ট্রেনিং সেন্টারের উদ্যোগে পল্লী চিকিৎসক কোর্স উদ্বোধন

নিউজ ডেস্কঃ
" প্রশিক্ষন নিন- বদলে যাবে দিন।"- শ্লোগানে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় অনির্বান যুব উন্নয়ন ট্রেনিং সেন্টারের উদ্যোগে " পল্লী চিকিৎসক" কোর্সের উদ্বোধন করা হয়েছে। অদ্য ১ জানুয়ারী, সোমবার দুপুর ২ টার সময় বাঁশখালী পৌরসভা সদরস্থ বাঁশখালী ফিজিওথেরাপী সেন্টারে অনির্বান যুব উন্নয়ন ট্রেনিং সেন্টারের পরিচালক শাহ মোহাম্মদ শফিউল্লাহ'র পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল হক, প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, ফৌজদার হাট নার্সিং কলেজের অধ্যাপক ডাঃ মোহাঃ মাসুদ পারভেজ।
উল্লেখ্যঃ বাঁশখালী অনির্বান যুব উন্নয়ন ট্রেনিং সেন্টার বাঁশখালীতে যুব সমাজের বেকারত্ব ঘুছিয়ে কর্মসংস্থান সৃষ্ঠির মাধ্যমে বেকারত্ব দুরিকরনে দৃঢ় অঙ্গিকার নিয়ে যাত্রা শুরু করেছে। প্রাথমিক ভাবে D,M,S/ L,M,A,F/ R,M,R কোর্সে পল্লী চিকিৎসক কোর্স চালু হলেও অনতি বিলম্বে ড্রাইভিং, সেলাই, হস্তশিল্প সহ নানামুখী কোর্স চালুর ঘোষনা দিয়েছে।
ঊদ্বোধনী দিনে পল্লী চিকিৎসক কোর্সে বিপুল সংখ্যক অাগ্রহী ছাত্র ছাত্রী ঊপস্থিত থেকে মনযোগ সহকারে ক্লাশ করে তাদের সন্তোষ্ঠির কথা জানান। ঊদ্বোধনী অনুষ্ঠানে অারো ঊপস্থিত ছিলেন, অনির্বান যুব ঊন্নয়ন ট্রেনিং সেন্টারের ঊপ-পরিচালক সাংবাদিক অাব্দুল জব্বার, সাংবাদিক এলনামুল হক রাশেদী, সমাজসেবক অাবদুর রহমান, অাইটি বিশেষজ্ঞ মোহা রহমত উল্লাহ সেবিকা লাকী অাক্তার প্রমুখঃ
সুত্রঃআমার বাঁশখালী.কম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ