আদম বেপারীর হাত থেকে রক্ষা পেতে চাই প্রবাসী দেলোয়ার

ক্রাইম রিপোর্টার, বাঁশখালী নিউজঃ
বাঁশখালী উপজেলার ৯নং কাথরিয়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ দেলোয়ার হোসেন উক্ত উপজেলা ৫নং জলদী ইউনিয়নের বাসিন্দা ফারুক সিদ্দিকী কর্তৃক প্রতারণার শিকার।

নির্দিষ্ট তথ্য থেকে জানা যায়,দোলোয়ারকে  আমেল ভিসার দেবার কথা বলে ৬লক্ষ টাকা নেওয়ার পর আমেল মঞ্জিল ভিসা দরিয়ে দেয় ফারুক সিদ্দিকী।কিন্তু এই কাজে দেলোয়ার আগ্রহী না হওয়ায় সৌদিআরব যেতে অনিচ্ছা পোষণ করলে ফারুক সিদ্দিকী থাকে বলে।সৌদি আরব নিয়ে যাওয়ার পর আকামা বানানোর সময় ঠিকই থাকে আমেল ভিসা বানিয়ে দিবে।এবং ৫স্টার হোটেলে চাকুরী দিবে।আর কফিলের সাথে পরিচয় করিয়ে দিয়ে তার কাছে থাকা খাওয়ার ব্যবস্থাও করে দিবে।এমনকি যতদিন পর্যন্তু আকামা হবে না ততদিন পর্যন্তু থাকা খাওয়া সহ সব কিছুর ব্যবস্থা থাকবে।

দেলোয়ার জানাই,সৌদিআরব যাওয়ার পর ফারুক সিদ্দিকী তার দেওয়া সমস্ত অঙ্গীকার অস্বীকার করে।এবং আলাপ করতে চাইলে করে না।এমনকি উল্টা আকামার জন্য আরো ৬০ হাজার টাকা দাবী করে।আর বলে,সৌদিআরবে পুলিশের কাছে যদি তার বিরুদ্ধে অভিযোগ দেয়,তাহলে কফিলের মাধ্যমে চুক্তি করে চুরি করেছে বলে থাকে জেলে দিয়ে দিবে।এছাড়াও আরো নানান হুমকি দিচ্ছে বলেও জানা যায়।দেলোয়ারের সৌদিআরবে কেউ না থাকায় সে কিছু করতে না পেরে নির্যাতনের শিকার হচ্ছে।আর সে বলতে চাই,আমি আদম বেপারীর হাত থেকে রক্ষা পেতে চাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ