বিশ্ববিদ্যালয় যাওয়া হারাম

 জোবাইর বিন জিহাদী

 ইসলাম প্রিয় দেশ
সেই তো বাংলাদেশ,
সঠিক কথায় তবে
জীবন হবে শেষ।

বাংলাদেশে থাকি আমি
বাংলাতেই গাই,
লেখাপড়া করতে তবে
বিশ্ববিদ্যালয় যাই।

গিয়ে দেখি আমি
অবাক করা কান্ড,
দ্বীনি শব্দ ব্যবহারে
যাওয়া মোর বন্ধ।

সেথায় তবে মোর
যাওয়া নাকি হারাম,
দ্বীনি শব্দে তাদের
দূর হয়ে যায় আরাম।

বিশ্ববিদ্যালয় যেতে হলে
করতে হবে কি?
সেই কথা বলতেই
লজ্জা হয় বেশি।

চলতে হবে সেথায়
ডিজিটাল কাপড় গায়ে,
পাশে রাখতে হবে
ডজন ডজন মেয়ে।

যদি না বলি সেথায়
মেয়েদের সাথে কথা,
অনেকের নাকি তখন
বেড়ে যায় ব্যথা।

সেই ব্যথার কোথাও
যাই না পাওয়া ঔষধ,

সর্বত্রে এখন নাকি
চলছে ঘুষ সুদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ