বাঁশখালীর কৃতিসন্তান ফজলুল করিমের বাবার ইন্তেকাল

জোবাইর বিন জিহাদীঃ
আর নেই ফজলুল করিমের বাবা।দীর্ঘদিন অসুস্থতার পর আজ ৬ই ডিসেম্বর ইন্তেকাল করেন।চট্টগ্রামের বাঁশখালী থানাস্থ বরইতলীর বাসিন্দা ফজলুল করিম।
চট্টগ্রাম মুহসিন কলেজের দ্বাদশ শ্রেণীর মেধাবী ছাত্র,সাতকানিয়া কাঞ্চনা আনোয়ারুল উলুম মাদ্রাসার সাবেক ছাত্র ও বাঁশখালীর কৃতিসন্তান ফজলুল করিমের বাবা ইন্তেকাল করলে তার আবেগ জনিত কন্ঠ বলে, আমার বাবা আর এ পৃথিবীতে নেই, আর বলবে না আমাকে শহরে কখন যাবি?আর বলবে লেখা পড়া কখন শেষ হবে?এভাবে চলে যাবে তা কখনো কল্পনা করিনি।আজ সকালে আমার বাবা মহান রবের ডাকে ছাড়া দিয়ে চলে গেছে, হে আল্লাহ আমার বাবা কে তুমি তোমার জান্নাতের মেহমান বানিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
তার বাবার জানাযায় শরিক হতে তার পরিচিত অনেক শিক্ষার্থীরাও আসে শহর ও সাতকানিয়া হতে।জানাযা শেষে তাদের উদ্দেশ্য ফজলুলের মা বলল,তার বাবার স্বপ্ন ফজলু লেখাপড়া করবে।আর কোন স্বপ্ন ছিল না।তার লেখাপড়ার ক্ষতি হবে তাই মারা যাওয়ার সাথে সাথে থাকে খবর দেওয়া হয় নি।পরে জানানো হয়।এবং জানাযায় সে ইমামতি করে।এছাড়াও তাদের উদ্দেশ্যে বলে,আজ থেকে তোমরা সবাই আমার সন্তান,সবাই আমার সন্তান।এবং তারাও তার মাকে সান্তনা দেওয়ার পাশাপাশি তার লেখাপড়ার বিষয়েও আশ্বাস দেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ