প্রধানমন্ত্রী আজ চট্টগ্রাম আসছেন, মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবেন

সদ্যপ্রয়াত নগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে বাসায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার বিকালে প্রধানমন্ত্রী নগরীর চশমাহিলে মহিউদ্দিনের বাসায় যাবেন বলে সংশ্লিষ্ট কার্যালয় থেকে প্রশাসনকে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা পাবার পর গতকাল শনিবার বিকাল থেকে মহিউদ্দিন চৌধুরীর বাসার আশপাশ ঘিরে মহড়া দিতে শুরু করেছেন বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
গণভবন থেকে চট্টগ্রাম বিভাগের দায়িত্বে থাকা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেন, বিকাল ৩টায় মাননীয় প্রধানমন্ত্রী প্রয়াত নেতা মহিউদ্দিন ভাইয়ের বাসায় যাবেন। প্রধানমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত হয়েছে। আজ রবিবার নৌবাহিনীর বার্ষিক রাষ্ট্রপতির কুচকাওয়াজে যোগ দিতে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টা ১০ মিনিটে নেভাল একাডেমিতে পৌঁছুবেন প্রধানমন্ত্রী। সেখানে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত প্রধানমন্ত্রীর কর্মসূচি নির্ধারিত আছে। নৌবাহিনীর কর্মসূচিশেষে প্রধানমন্ত্রী মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবেন বলে চট্টগ্রামের প্রশাসনকে জানানো হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের উপকমিশনার (ডিসিউত্তর) মো. আব্দুল ওয়ারিশ খান।
এবিএম মহিউদ্দীন চৌধুরীর বড় ছেলে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল পূর্বকোণকে বলেন, নিরাপত্তা বাহিনী নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে সন্ধ্যা থেকে কাজ করছে। প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা বাসায় এসেছেন। তারা ক্লিয়ারেন্স দিলে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাসায় আসবেন।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর গভীর রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর জীবনাবসান ঘটে।
মহিউদ্দিন চৌধুরীর নামাজে জানাজায় অংশগ্রহণ করতে চট্টগ্রামে এসে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর খবর শুনে কেঁদেছেন প্রধানমন্ত্রী

সুত্রঃ দৈনিক পূর্বকোণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ