বাঁশখালী নিউজ,সংবাদদাতাঃ
গতকাল ২৭ ডিসেম্বর বুধবার বাঁশখালী বাণীগ্রাম মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের ৪র্থ দিনের অনুষ্ঠান বিজয় মেলা পরিষদে সভাপতিত্ব করেন কো- চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সচিব শাব্বির ইকবাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা জজ মাহাবুবুর রহমান।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ডা. মোস্তাফিজুর রহমান, মহিউল আলম চৌধুরী, পুলিন বিহারী সুশীল, শ্যামল দাশ প্রমুখ।বক্তব্য রাখেন কে এম সালাহ উদ্দীন, সাবেক চেয়ারম্যান আহছান উল্লাহ চৌধুরী।কাজী সুলতান প্রমুখ, মো. ইলিয়াস ।
এই সময় মঞ্চে উপস্থিত ছিলেন মেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা স্বপন কুমার ভট্টাচার্য্য,মহাসচিব মো. খোরশেদ আলম,মুক্তিযোদ্ধা কবির আহমদ মেম্বার,মুক্তিযোদ্ধা ছিদ্দিক আহমদ,মুক্তিযোদ্ধা আজিমুল ইসলাম ভেদু।
প্রধান অতিথি চট্টগ্রাম জেলা পরিষদ সচিব শাব্বির ইকবাল বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতনা । বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দুর্নীতি, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ করতে পারলেই মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত হবে।
0 মন্তব্যসমূহ