আহলে সুন্নাত ওয়াল জামাত,গাউসিয়া কমিটি বাংলাদেশ কাথরিয়া ইউনিয়ন শাখা ও চুনতি বাজার আল্লামা গাজী শেরে বাংলা (রহঃ) স্মৃতি সংসদের যৌথ ব্যবস্থাপনায় আজ ২৮ নভেম্বর মঙ্গলবার কাথরিয়ার ঐতিহাসিক জশনে জুলুছ অনুষ্টিত হয়েছে। সকাল ৮ টায় চুনতি বাজার আল্লামা হাফেজ মনছফ আলী শাহ (রহঃ) এর মাজার যিয়ারতের মাধ্যমে জুলুছ শুরু হয়।কাথরিয়া বাজার পথসভা শেষে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালনাধীন বাগমারা অলী শাহ (রহঃ) সুন্নিয়া দাখিল মাদরাসার ময়দানে এসে বিশাল সমাবেশ হয়। পুরো কাথরিয়ার আকাশ বাতাস নাত,যিকির ও স্লোগানে মুখরিতে ছিল।
পরে মিলাদ-কিয়াম ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়ার মাধ্যমে জুলুছ সমাপ্তি হয়।
জুলুছের নেতৃত্বে ছিল চট্টগ্রাম ছোবহানিয়া আলিয়া মাদরাসার সম্মানিত মুহাদ্দিস আল্লামা আনোয়ার হোসেন,গাউসিয়া কমিটি বাংলাদেশ বাঁশখালী উপজেলা দক্ষিণ এর সভাপতি মাওলানা আবু বক্কর সিকদার,সহ সভাপতি হারুনুর রশিদ চৌধুরী,বাঁশখালী হামেদিয়া রহিমা আলিয়া মাদরাসার অধ্যক্ষ আল্লামা জমির উদ্দীন নেছারী,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাঁশখালী উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান রেজভী সহ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনা কাথরিয়া ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
0 মন্তব্যসমূহ