প্রথম স্থান অধিকারী পুঁইছড়ির সুরাইয়াকে ইনডেকস্ এর সংবর্ধনা

মোহাম্মদ বেলাল উদ্দিনঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) ভর্তি পরীক্ষায় বি ইউনিটে প্রথম ও ডি ইউনিটে ২১তম স্থান অর্জন কারী বাঁশখালীর পুঁইছড়ির ইউনিয়নের আরবশাহ ঘোনা গ্রামের মেয়ে সুরাইয়া জান্নাত জামিঈ(১৯)কে সংবর্ধনা দিয়েছে ইনডেকস্।আজ বৃহস্পতিবার ২নভেম্বর চট্টগ্রামের ঐতিহ্যবাহী ইনডেকস্ কোচিং সেন্টার সুরাইয়ার সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।এসময় ইনডেকস্ এর চেয়ারম্যান আবদুল্লাহ হিল গালিম,সুরাইয়ার মেঝো মামা,সাদা মনের রাজনীতিবিদ,পুঁইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতানুল আজিম চৌধুরী,সুরাইয়ার খালাতো ভাই শারজিল ইমরান,মোস্তফা শাব্বির প্রমুখ উপস্থিত ছিলেন।এসময় উপস্থিত সবাই সুরাইয়ার এমন কৃতিত্বের প্রশংসা করেন। উল্লেখ্য,সুরাইয়া জান্নাত জামিঈ ইসলামী জাগরণের আলোড়ন সৃষ্টিকারী বক্তা পুঁইছড়ির আরবশাহ ঘোনা গ্রামের মাওলানা আক্তারুজ্জামানের সুযোগ্য কন্যা ও বিএনপি নেতা সুলতানুল আজিম চৌধুরীর ভাগ্নি।সুরাইয়া জান্নাত জামিঈ এর আগে দাখিল ও আলিমে জিপিএ-৫ অর্জন করেছিল।কক্সবাজারের সেরা মেধাবী ছাত্রী হিসেবে সরকারী বৃত্তি অর্জন করে এই অদম্য মেধার পরিচায়ক সুরাইয়া।সুরাইয়া জান্নাত জামিঈ অত্যন্ত ধার্মিক পর্দাশীন একজন মেয়ে।সে পেকুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজাখালী বি.ইউ.আই ফাজিল(ডিগ্রি)মাদরাসার হয়ে চবি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।সুরাইয়া আইন পেশায় জড়িত হয়ে মানবতার সেবায় সেবায় সম্পৃক্ত হতে চায়। এদিকে সুরাইয়া যাতে আরো এগিয়ে গিয়ে মানবসেবায় সম্পৃক্ত হতে পারে; সে জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ