বাঁশখালীতে ৪ খুনসহ ৬ মামলার পলাতক আসামি গ্রেপ্তার



মোহাম্মদ ছৈয়দুল আলম:

চট্টগ্রামের বাঁশখালীতে ৪টি খুন সহ ৬ মামলার পলাতক আসামি ফজল আহমদ (৪৮) কে গ্রেফতার করেছে বাঁশখাী থানা পুলিশগ্রেফতারকৃত আসামী হলেন বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে ১ নং ওয়ার্ডের ওয়াবদাপাড়া এলাকার পশ্চিম গন্ডমারা ইউনিয়নের আবদুর রশিদের ছেলে
সূত্রে জানা যায়, গন্ডমারাস্থ এস. আলম পাওয়ার প্ল্যান্ট (কয়লা বিদ্যুৎ) আন্দোলনের সময় ২০১৫ সালের ৪ এপ্রিল দিন দুপুরে হাদিরপাড়া মুজিবকিল্লার সামনে পুলিশ জনতা ত্রিমুখী সংঘর্ষ হয়এ সময় গন্ডমারা এলাকার আন্দোলনকারী ৪ নেতা নিহত হয়গত বুধবার গভীর রাতে ৪জন খুন মামলার ৩নং এজাহার ভুক্ত পলাতক আসামি মৃত আবদুর রশিদের ছেলে ফজল আহমদ বাড়িতে অবস্থানের সংবাদ পেয়ে ১নং ওয়ার্ডের ওয়াবদা পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়
গত দ্ইু মাস পূর্বে একই মামলার দুই নং আসামি টুনু মিয়ার ছেলে আবুল কালাম (৪২) কে গ্রেফতার করা হয়৪ খুন মামলার এজাহার নামীয় ৩ আসামি এখনও পলাতক রয়েছে
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম গন্ডমারা গ্রামের ফজল আহমদকে গ্রেফতার করা হয়েছেতার বিরুদ্ধে খুনসহ একাধিক মামলা রয়েছেখুন মামলার বাদি মৌলভী বশির আহমদ বলেন, ‘যারা গুলিতে খুন হয়েছে তারা আমার দুই ভাই ও মেয়ের জামাইঐ সময় গুলিতে নিহতরা হলেন দুই ভাই মরতুজা আলী, আনোয়ার হোসেন ও জামাই জাগের হোসাইন, জাগের আহমদএ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ন্যায় বিচার দাবি করছি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ