বাঁশখালীতে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালি ও সভা

বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ব্র্যাক ওয়াশ কর্মসূচির সহযোগিতায় জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদ চত্বরে বিদ্যালয়ের শতাধিক শি ার্থীদের অংশগ্রহণে র‌্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা। প্রধান অতিথি বলেন, প্রত্যেক স্কুলের ল্যাট্রিনে সাবান, স্যান্ডেল ও টয়লেট পেপার থাকতে হবে এবং তার যথাযথ ব্যবহার করতে হবে। বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষিকাগণকে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ব্যবহার ও মনিটরিং নিশ্চিত করতে হবে। স্যানিটেশন কার্যক্রম সফল ভাবে বাস্তবায়ন করায় ব্র্যাক ওয়াশ কর্মসূচিকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান দেওয়ানজীর উপস্থাপনায় ও ব্র্যাক ওয়াশ কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার মোঃ মোরশেদ আলমের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসতিয়াক হোসেন প্রমুখ। এতে বক্তারা বলেন মানুষ এখনো স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ব্যবহার করে না। যার ফলে নানান রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে । তাই এর থেকে পরিত্রাণ পেতে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ব্যবহার ও খাওয়ার আগে এবং পরে ভাল ভাবে হাত ধোয়ার জন্য জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
সুত্র: দৈনিক আজাদী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ