ঘাতক ট্রাক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শীলকূপে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ


মোহাম্মদ বেলাল উদ্দিন:
শীলকূপ রঙ্গিয়াঘোনা মনছুরিয়া ফাজিল মাদ্রাসার দুই ছাত্রী সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মনছুরিয়া বাজারের উত্তর পাশে বাঁশখালীর প্রধান সড়কে অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হওয়া এই মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনছুরিয়া বাজারে এসে সমাবেশে মিলিত হয়।এসময় বক্তারা ঘাতক ট্রাক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।মানববন্ধনে শীলকূপ রঙ্গিয়াঘোনা ফাজিল মাদ্রাসার ছাত্র-ছাত্রী,শিক্ষক,কর্মচারী,মনছুরিয়া বাজারের সকল ব্যবসায়ীসহ এলাকার সর্বস্থরের জনসাধারণ অংশ নেন।এদিকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,"মোর্শিদা ও শাহেদার মত সড়কে যাতে আর কারো যাতে প্রাণ হারাতে না হয়।তাই আমরা ওই ঘাতক ট্রাক চালকের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।অন্যথায় আমরা কঠুর আন্দোলনে যেতে বাধ্য হব।"
উল্লেখ্য,গতকাল ৯অক্টোবর প্রাইভেট পড়তে যাওয়ার পথে রঙ্গিয়াঘোনা ফাজিল মাদ্রাসায় ৭ম শ্রেণীতে পড়ুয়া দুই ছাত্রী ট্রাক চাপায় নিহত হয়।মোর্শিদা বেগম(১৩) ও শাহেদা বেগম(১৪) নামের এই দুই ওই মাদ্রাসায় পড়তো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ