বাণীগ্রাম মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ গঠনে সভা

বাঁশখালী বাণীগ্রাম মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ গঠনে এক সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বাঁশখালী মুক্তিযোদ্ধা সংসদ’র সভাপতি অধ্যাপক আবুল হাসেম সিকদার মানিক’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন বাঁশখালী বিএলএফ’র কমান্ডার ডা. আবু ইউসুফ চৌধুরী, মুক্তিযোদ্ধা যথাক্রমে সরোয়ার হোসেন, স্বপন ভট্টাচার্য, কবির আহমদ মেম্বার, নুরুল আমীন, নুরুল ইসলাম, নিরঞ্জন দাশ, আবদু ছবুর, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ছৈয়দ চৌধুরী, সদস্য মাস্টার নুরুল আলম, ছাবের আহমদ, সাধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমান উল্লাহ চৌধুরী, পুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সেলিম আকতার, আওয়ামী লীগ নেতা প্রেমানন্দ, মামুন রশিদ, ওয়াসিম উদ্দীন, মুন্না, আমজাদ হোসেন, দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা দাউদ মানিক, ফরহাদ হোসেন, জিয়াউদ্দীন আরিফ, আতাউল্লাহ আল আজাদ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে বাঁশখালী মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির সভাপতি স্বপন কুমার ভট্টাচার্যকে চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক খোরশেদ আলমকে মহাসচিব করে ৭১ সদস্য বিশিষ্ট মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কমিটি গঠন করা হয়। সভায় আগামী ২৪ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠ বিজয় মেলা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সুত্র: দৈনিক পূর্বকোণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ