আবার টোল আদায় শুরু তৈলারদ্বীপ সেতুতে

বাঁশখালী সীমান্তের তৈলারদ্বীপ সেতুর টোল আদায় নিয়ে হাইকোর্টের ২৪ আগস্টের রিট সুপ্রিম কোর্টে আপিল বিভাগে গতকাল রবিবার স্থগিতাদেশ দিয়েছে। তবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত টোল আদায় চলমান রেখে ১২ অক্টোবর শুনানির দিন ধার্য্য রয়েছে দোহাজারী সড়ক বিভাগ বাঁশখালী এলাকার ২৫/৩০ জন বহিরাগত লোক নিয়ে টোল আদায় করছেন। এ টোল আদায় নিয়ে শ্রমিকদের মধ্যে আবারো অসন্তোষ দেখা দিয়েছে। টোলের ঘর সেতু এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । জানা যায়, দোহাজারী সড়ক বিভাগের অধীনে তৈলারদ্বীপ সেতুতে টোল আদায় নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করতে থাকে। সড়ক বিভাগের অধীনে মেসার্স রাজ্জাক এন্টারপ্রাইজ ২০ আগস্ট পর্যন্ত টোল আদায় করেন। এ নিয়ে চট্টগ্রাম বাঁশখালী পিএবি সড়কের সাঙ্গু নদীর উপর নির্মিত তৈলারদ্বীপ সেতুর টোল আদায় বন্ধের জন্য সাবেক সাংসদ ও সাবেক মেয়র মাহামুদুল ইসলাম চৌধুরী সড়ক বিভাগকে বিবাদী করে হাই কোর্ট বেঞ্চে পিটিশন নং ৯৬১/২০১৭ করেছিলেন। রিট পিটিশনটি পরিচালনা করেন সাবেক এটর্নি জেনারেল কেএম হাসান আরিফ। আদালত ২৪ আগস্ট হাই কোট বিভাগ তৈরারদ্বীপ সেতুর উপর যাহবাহন চলাচলে উম্মুক্ত করে টোল আদায় বন্ধ করে দেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ (রিট বাতিল আবেদন নং–৩৪২৮/১৭) সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী ঢাকা বনাম মাহামুদুল ইসলাম চৌধুরীসহ অন্যান্যকে বিবাদী করে আবেদন করেন। উক্ত আবেদনেরই প্রেক্ষিতে গতকাল ২৪ সেপ্টেম্বর শুনানি হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গতকাল রবিবার সকালে শুনানিশেষে সড়ক বিভাগকে টোল আদায়ের জন্য শুনানির নির্দেশ দেন। সিএনজি শ্রমিক চালক নুরুল আলম বলেন, টোল নেওয়া বন্ধের পূর্বে ছিল ১০ টাকা। এখন নতুনভাবে ১৫ টাকা জোরপূর্বকভাবে সন্ত্রাসী কায়দায় আদায় করা হচ্ছে। এ অত্যাচার সহ্য করা যায় না। টোল আদায় বন্ধ করতে হবে।একইভাবে ট্রাক চালক মো.শহিদুল্লাহ টোল

সুত্র :দৈনিক পুর্বকোণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ