বিএন ডেস্কঃ
বাঁশখালী থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ দুই আসামী আটক। বাঁশখালী থানার চৌকস অফিসার ইনচার্জ মো. অালমগীর হোসেন
এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনায় এসআই সুজন সিকদারের নেতৃত্বে আজ
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার অত্র থানাধীন গুনাগুরী (খাসমহল) চত্বর এলাকায়
অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার পেকুয়া
থানাধীন ঠান্ডাপাড়া, সুতাছড়া ৬নং ওয়ার্ডের বাসীন্ধা নাছির উদ্দিন (২৭),
পিতা- মো. ইউছুফ আলী এবং চকরিয়া থানাধীন হারাবাং, টাকাখালী, ১নং ওয়ার্ডের
বাসীন্ধা মো. নাজিম উদ্দীন, পিতা-মৃত আবুল কালাম থেকে ১হাজার ৫শত পিস ইয়াবা
ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আসামীদের ধারা-১৯৯০ সনের
মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন (সংশোধনী/০৪) এর ১৯(১) এর টেবিলের ৯(খ) এ
বাঁশখালী থানায় মামলা করা হয়।
0 মন্তব্যসমূহ