সাতকানিয়ায় ট্রলিচালকের গলিত লাশ উদ্ধার

 নিউজ ডেস্কঃ-
সাতকানিয়ায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর সাথে অভিমান করে মো. হোসেন (৩৫) নামে এক ট্রলিচালক গলায় রশি লাগিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। ১৮ জুলাই বিকালে উপজেলার সদর ইউনিয়নের করইয়ানগর এলাকা থেকে পুলিশ মো. হোসেনের গলিত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর পূর্বে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকার কামাল উদ্দীনের কন্যা রুজিনা আকতারের সাথে সাতকানিয়া সদর ইউনিয়নের করইয়ানগর এলাকার শহর মুল্লুকের ছেলে ট্রলি চালক মো. হোসেনের সাথে বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে প্রায় সময় ঝগড়া হতো। ১২ বছরের সংসার জীবনে তাদের ঘরে ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে। মাসখানেক আগে স্ত্রী রুজিনা আকতার স্বামীর সাথে ঝগড়া করে তার ছেলে ও মেয়েদের নিয়ে বাপের বাড়ি চলে যায়। এরই মধ্যে স্ত্রীর সাথে অভিমান করে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় নাইলনের রশি লাগিয়ে ঝুলে আত্মহত্যা করে মো. হোসেন। গত মঙ্গলবার বিকেলে তার ঘরের পাশ দিয়ে পথচারীরা যাওয়ার সময় দুর্গন্ধ পায়। বিষয়টি স্থানীয়রা সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান নেজাম উদ্দীনকে জানালে তিনি পুলিশকে খবর দেন। পরে সাতকানিয়া থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে মো. হোসেনের গলিত লাশ উদ্ধার করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ