মরিয়ম খাতুনের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

 

গত ৫ জুলাই বাঁশখালী নিউজ অনলাইন পোর্টালে "বাঁশখালীর মাদক ব্যবসার হালহকিকত (পর্ব-২) মাদক সম্রাজ্ঞী মরিয়ম এখনো অধরা" শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মরিয়ম খাতুনের পক্ষে এ্যাডভোকেট মুহাম্মদ আবদুল ওয়াহেদ হোছাইনী।

প্রতিবাদলিপিতে এ্যাডভোকেট মুহাম্মদ আবদুল ওয়াহেদ হোছাইনী বলেন, প্রকাশিত উক্ত সংবাদটি আমার মক্কেল মরিয়ম খাতুন, স্বামী নজির আহমদ প্রঃ লেড়া মিয়া, সাং- সদর আমিন হাট, কালীপুর, থানা- বাঁশখালী, জেলা চট্টগ্রামের দৃষ্টিগোচর হয়। উক্ত সংবাদে আমার মক্কেল মরিয়মকে জড়িয়ে যেসব অপরাধ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছেন, সেসব তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সংবাদকর্মীকে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে কে বা কাহারা আমার মক্কেল মরিয়মের বিরুদ্ধে এধরণের সংবাদ প্রকাশ করে। যার ফলে আমার মক্কেল মরিয়রম স্থানীয় ও সামাজিক ভাবে মানহানি ও হেওপ্রতিপন্ন করা হয়। এবং উক্ত সংবাদে যে মামলার কথা উল্লেখ রয়েছে সে মামলায় আমার মক্কেল মরিয়মকে পলাতক দেখিয়ে আসামী করা হয়। এবং সংবাদে উল্লেখিত অসামাজিক কার্যকলাপ ও সন্ত্রাস লালনপালনের সাথে লিপ্ত থাকার কথা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সর্বোপরি সংবাদে উল্লেখিত বিষয়াদির সাথে আমার মক্কেল মরিয়ম খাতুনের কোন সম্পৃক্ততা নেই। যাহার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ