বাঁশখালীতে শিয়া সম্প্রদায়ের উদ্দ্যোগে কারবালার ময়দানে সকল শহীদ ও ইমাম হোসাইনের শাহাদাতের স্বরনে শোক বা তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়।


শিয়া সম্প্রদায়ের বাঁশখালীর সভাপতি মিয়া হোসাইন হোসাইনির সভাপতিত্বে শোক ও তাজিয়া মিছিলের পর কারবালার ৭২জন শহীদদের স্বরনে ৭২টি মোমবাতি  জ্বালিয়ে শোক পালন করা হয় ।আশুরার শোকাবহ ঘটনা মজলুম হতে শেখায়, কিন্তু জালিম হতে শেখায় না।


তিনি আরো বলেন আজকে যে সন্ত্রাসী হচ্ছে ইসলামের নামে এটা ইসলাম নয় বরং মুসলমানদেরকে টুকরো টুকরো করার জন্য সাম্রাজ্যবাদীরা ফাটন ধরিয়েছে মুসলমানদেরকে। তিনি বলেছেন ইসলামে যারা তাওহীদ ও রিসালাতকে স্বীকার করে অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা:) স্বীকার করে তারা সবাই মুসলমান। আমরা মানবতার ধর্ম ইসলাম ধর্ম শান্তির ধর্ম শেষনবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উম্মত । আমরা চাই মুসলমানদের ঐক্য। কারন প্রত্যেকের এক কালেমা এক রাসুল, এক নবী, এক কোরআন ,এক কাবা। আমরা শিয়া সুন্নি  নির্বিশেষে সকল‌ই মিলে মিশে শান্তির ধর্ম ইসলাম পালন করতে চাই। কারন নবী(সা:) এর যুগে কোনো ফেরকা ছিলোনা সবাই ছিল এক। কারন পবিত্র কোরআনের সূরা আল ইমরানের  ১০৩  নং আয়াতেও বলেছে,



 وَ اعۡتَصِمُوۡا بِحَبۡلِ اللّٰهِ جَمِیۡعًا وَّ لَا تَفَرَّقُوۡا ۪ وَ اذۡکُرُوۡا نِعۡمَتَ اللّٰهِ عَلَیۡکُمۡ اِذۡ کُنۡتُمۡ اَعۡدَآءً فَاَلَّفَ بَیۡنَ قُلُوۡبِکُمۡ فَاَصۡبَحۡتُمۡ بِنِعۡمَتِهٖۤ اِخۡوَانًا ۚ وَ کُنۡتُمۡ عَلٰی شَفَا حُفۡرَۃٍ مِّنَ النَّارِ فَاَنۡقَذَکُمۡ مِّنۡهَا ؕ کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰهُ لَکُمۡ اٰیٰتِهٖ لَعَلَّکُمۡ تَهۡتَدُوۡنَ ﴿۱۰۳﴾ و اعتصموا بحبل الله جمیعا و لا تفرقوا و اذکروا نعمت الله علیکم اذ کنتم اعداء فالف بین قلوبکم فاصبحتم بنعمتهٖ اخوانا ۚ و کنتم علی شفا حفرۃ من النار فانقذکم منها کذلک یبین الله لکم ایتهٖ لعلکم تهتدون ﴿۱۰۳﴾


আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ কর এবং বিভক্ত হয়ো না। আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ কর, যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে। তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালবাসার সঞ্চার করেছেন। অতঃপর তাঁর অনুগ্রহে তোমরা ভাই-ভাই হয়ে গেল। আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায়, অতঃপর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ বয়ান করেন, যাতে তোমরা হিদায়াতপ্রাপ্ত হও।


তিনি সর্বশেষ বলছেন, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার তথা ইসলামের জন্য ধর্মের জন্য কারবালায় যারা শহীদ হয়েছেন তাদের জন্য আজকে শোক পালন করা হয়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ