বাঁশখালীতে শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে প্রতিবাদ সভা

মুহাম্মদ শাহেদঃ
চট্টগ্রামের বাঁশখালীতে বীর মুক্তিযোদ্ধা ৭১ এর রণাঙ্গন আলী আশরাফকে প্রশাসন কর্তৃক গার্ড অব অনার বিহীন লাশ দাফনের কাজ সম্পন্ন করায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সাংসদ সদস্য মুস্তাফিজুর রহমান চৌধুরী এমপি'কে নিয়ে বির্তকের সূত্রপাত হয়। এই বিষয়ে অনেকে সাংসদ সদস্যকে নিয়ে বিভিন্ন কু-রুচিপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া ভাইরালের প্রতিবাদে অদ্য ৫ই অাগষ্ট-২০২০ ইং তারিখ ৪ নং বাহারচড়া ইউনিয়নের মোশরাফ অালী মিয়া বাজারে প্রতিবাদ সভা করেন শেখ রাসেল স্মৃতি সংসদ ও  বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

এই সময় শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মিজানুর রহমান, সঞ্চালনা করেন শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দীন এবং উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আইন কলেজের ভি.পি সামশুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং বাহারচড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা, ৯নং ওয়ার্ড ই/পি সদস্য নাছির উদ্দীন খান,বাঁশখালী উপজেলা যুবলীগ নেতা খোরশেদ আলম , বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক ও বাঁশখালী উপজেলা যুবলীগ নেতা ফৌজুল মুবিন আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা হেলাল উদ্দিন ও যুবলীগ নেতা মনজুরুল ইসলামসহ ৩নং খানখানাবাদ ইউনিয়ন ৪ নং ইউনিয়নের নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ