ছয় বছরের ঈশান কী চিকিৎসার অভাবে চির জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে ?

মনিরুল মান্নান, কাথরিয়া প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার  কাথরিয়া ইউনিয়নের মধ্য কাথরিয়া গ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মোঃ ইব্রাহীমের ছয় বছরের শিশু ঈশান বৈদ্যুতিক দূর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়ে প্রথমে বাঁশখালী মেডিকেলে পরে চট্রগ্রাম মেডিকেলে এবং পরিশেষে ঢাকা পঙ্গু হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসার পর এক হাত এক পা হারিয়ে কোনো মতে প্রানে বেঁচে গেলেও অবশিষ্ট চিকিৎসা চট্টগ্রাম মেডিকেল কলেজে  করার পরামর্শ দিয়ে রিলিজ করে দেন ডাক্তাররা।

কিন্তু,বাড়িতে এসে কোমলমতি শিশুটির শারীরিক সমস্যা দেখা দিলে তার পিতা মোঃ ইব্রাহীম ও তার মা চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে এই পর্যন্ত তিন বার করোনার অজুহাতে তাদের কে বিনা চিকিৎসায় ফিরিয়ে দেয়। সরকারী হাসপাতালে মারাত্মক দূর্ঘটনায় হাত পা হারানো শিশুটির চিকিৎসা পাওয়ার কী কোন  অধিকার নেই ?

করোনার অজুহাতে চিকিৎসা সেবা না দিয়ে একটা কচি শিশু কে চির দিনের জন্য পঙ্গু করে দেয়া বা তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়ার দায় ভার নেবে কে ?

এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি সাথে সাথে প্রশাসন এবং সরকারেরও দৃষ্টি আকর্ষণ করছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ