বাঁশখালীর কাথারিয়া ইউনিয়নের ৪২০ হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন চেয়ারম্যান শাহজাহান চৌধুরী

মোহাম্মদ এরশাদঃ
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান চৌধুরী নিজস্ব তহবিল থেকে ৩৬০ পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে ৩০ মার্চ সোমবার ত্রাণ বিতরণ করেছেন।

ওই সময় তিনি সরকারিভাবে বরাদ্দ আরও ৬০ পরিবারকেও ত্রাণ সহায়তা প্রদান করেন। বিশ্বব্যাপী করোনা ভাইরাস আতংকে কাথারিয়ায় নিম্ন আয়ের মানুষদের খাদ্য সংকট লাঘবে চেয়ারম্যান এই সহযোগিতার হাত বাড়ান।

ওই সময় সাথে ছিলেন কাথারিয়া ইউনিয়নের সার্বিক বিষয় তদারকি করার জন্য সরকারিভাবে নিয়োজিত ট্যাগ অফিসার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান, ইউনিয়ন পরিষদের সচিব পংকজ দত্ত, ইউপি সদস্য মো. কামাল, সমাজসেবক মঞ্জুরুল হকসহ আরো অনেকে।

কাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান চৌধুরী বলেন, ‘ ইউপি সদস্য ও চৌকিদারদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে দরিদ্র জনগোষ্ঠী চিহ্নিত করে ত্রাণ সহায়তা করা হচ্ছে।

সরকারের বরাদ্দ অপ্রতুল হওয়ায় নিজস্ব তহবিল থেকে বরাদ্দ দেয়া হচ্ছে। ক্রমান্বয়ে সকলকে দেয়া হবে। ইউনিয়নে কাউকে না খেয়ে থাকতে দেয়া হবে না।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ