বাঁশখালীতে করোনা ভাইরাসে আতংকে থাকা দুস্থ পরিবারের মাঝে এমপি মোস্তাফিজের খাদ্য সামগ্রী বিতরণ

মোহাম্মদ এরশাদ 
আজ ২৯ মার্চ রবিবার সকাল ১০ টা থেকে  বাঁশখালী ৭নং সরল ইউনিয়নের ৯টি ওয়ার্ড়ে এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপির পারিবারিক তহবিল হতে করোনা আতংকে হোম কোয়ারান্টাইনে থাকা দুস্থ মানুষের ঘরে ঘরে গাড়ি করে ত্রাণ বিতরণ করা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় চট্টগ্রাম ১৬ বাঁশখালী সংসদীয় আসনের এমপি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর ব্যক্তিগত পারিবারিক তহবিল হতে ত্রাণের প্যাকেটে ১০ কেজি চালের সাথে ডাল,পিঁয়াজ, আলু,সয়াবিন তেল,লবন ও সাবান প্রদান করা হয়। তালিকা বিহীন বাস্তব সম্মত হত-দরিদ্র মানুষের কাছে গাড়ি সহকারে ঘরের দুয়ারে দুয়ারে হঠাৎ পৌঁছে গেলে অসহায় মানুষ আনন্দে আত্মহারা হয়ে ওঠে। অনেকে ঘরের দরজার সামনে হঠাৎ খাদ্য সামগ্রীর প্যাকেট দেখে চোখের পানি ছেড়ে দেয় এবং এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর জন্য মন খুলে হাত তুলে দোয়া করে। এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর পক্ষ থেকে ত্রাণ বিতরণে সর্বাত্ত্বকভাবে দায়িত্বে ছিলেন ৭নং সরল ইউনিয়ন পরিষদের জালিয়াঘাটা ৮নং ওয়ার্ড়ের মেম্বার রশিদ আহমদ সহ আরো অনেকে। স্থানীয় প্রত্যক্ষদড়শীরা এমন সুন্দর উদ্যোগকে স্বাগত জানান। এবিষয়ে সার্বিক তত্বাবধানে থাকা মেম্বার রশিদ আহমদ বলেন এই ত্রাণ সম্পুর্ণ এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং তার সুযোগ্য কন্যা জনাবা রওকাতুন নূর ও তার জামাতার একান্ত ব্যক্তিগত পারিবারিক তহবিল হতে দেওয়া হচ্ছে। এই ত্রাণ করোনা ভাইরাসে কাজ-কর্ম ছেড়ে ঘরে অবস্থানকারী দুস্থ মানুষদেরকে  দেওয়া হচ্ছে। আমি এমপি মহোদয়ের পক্ষ থেকে আজ প্রায় ১৫০ পরিবারকে দিয়েছি। করোনা আতংক যতদিন থাকবে ততদিন অব্যাহত থাকবে বলেও জানায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ