বাঁশখালীর জলদি সদ্ধর্ম সুরক্ষা পরিষদের অষ্টম বর্ষপূর্তি অনুষ্ঠিত

মোহাম্মদ এরশাদঃ
চট্টগ্রাম বাঁশখালী পৌরসভার জলদি বড়ুয়াপাড়া কর্তৃক আয়োজিত জলদি সদ্ধর্ম সুরক্ষা পরিষদের অষ্টম বর্ষপূর্তি ৩ দিনব্যাপী বুদ্ধের ধাতু পূজা, ৮৪ হাজার ধর্ম স্কন্ধপূজা,বোধিবৃক্ষ পূজা, মহামোদগ্যলায়ন ভান্তের ধাতু পূজা, উপগুপ্ত মহাথেবোর পূজা,পটঠান ও অভিধর্ম পাঠ,কলাগত সংঘমনীষাদের উদ্দেশ্যে অষ্টপরিষ্কার সহ মহাসংঘদান,কল্পতরুদান,ধর্মদেশনা,পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান ভদন্ত লোকরত্ন স্থবিরের সভাপতিত্বে আজ ১২ ফেব্রুয়ারি ২০২০ বিকাল ৩ টায় জলদি শ্মশানভূমি প্রজ্ঞাদর্শন  মেডিটেশন সেন্টার উক্ত অনুষ্টান অনুষ্টিত।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত জ্ঞানভদ্র ভিক্ষু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাবু তপন কান্তি বড়ুয়া,

প্রধান অতিথির বক্তব্য বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব বলেন, ধর্ম যার যার উৎসব সবার, আপনারা আপনাদের ধর্ম নির্বিঘ্নে পালন করে যাবেন। আমার পিতা মরহুম এডভোকেট সুলতানুল কবির চৌধুরী যেভাবে আপনাদের পাশে ছিল ওই ভাবেই আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে আপনাদের পাশে থাকব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ