ইকনের অলরাউন্ডার নৈপুণ্যে কোয়ালিটি ক্রিকেটে বাঁশখালী ক্রিকেট একাডেমি কোয়ার্টার ফাইনালে

দিগন্ত দেবঃ
মুজিব ১০০ কোয়ালিটি অনূর্ধ্ব  ১৫ টি- টোয়েন্টি ক্রিকেটের ৬ষ্ঠ দিনে দুইটি খেলা অনুষ্ঠিত হয়,২য় খেলায় আফতাব আহমেদ ক্রিকেট একাডেমিকে ৪ উইকেটে বাঁশখালী ক্রিকেট একাডেমি পরাজিত করে
উক্ত টুনামেন্টে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বাঁশখালী ক্রিকেট একাডেমি।টসে জিতে ব্যাটিং করতে নামলে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান রান সংগ্রহ করতে সক্ষম হয় আফতাব আহমেদ ক্রিকেট
একাডেমি, দলের হয়ে আবিদ ২৭, জন্ন ৫৪, লাব্বি ২৩, নাফিম ৪১ রান করেন।বাঁশখালী ক্রিকেট একাডেমির হয়ে শোয়াইবুল ইসলাম ,সাইমন উদ্দিন ইকন ও মোঃ শাজাহান ২টি করে উইকেট লাভ করে। লক্ষ্য তাড়া করতে নেমে সাইমন উদ্দিন ইকনের দুর্দান্ত হাফ সেঞ্চুরির সৌজন্যে ১৮.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাঁশখালী ক্রিকেট একাডেমি।
দলের হয়ে সাইমন উদ্দিন ইকন ৮২,সাইফুল ইসলাম ৩৮, মোঃ আজিম ৩৮*,রাকিব ১৯ রান করেন।
আফতাব আহমেদ ক্রিকেট একাডেমির হয়ে
সাব্বির ৪টি হাসান ও রাকিব ১টি করে উইকেট লাভ করে।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,এতে হাজরাতুজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ দবির উদ্দিন খাঁন প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে বাঁশখালী ক্রিকেট একাডেমীর খেলোয়াড় সাইমন উদ্দিন ইকনের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।
এদিকে উক্ত ম্যাচে জয় লাভ করাই সকল খেলোয়াড়সহ উক্ত টিমের সকল কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন বাঁশখালী ক্রিকেট একাডেমির চেয়ারম্যান লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ