বৈলগাঁও বাণীগ্রাম ছাত্র কল্যাণ ক্লাবের অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন।

মোহাম্মদ এরশাদঃ 
 বৈলগাঁও বাণীগ্রাম ছত্র কল্যাণ ক্লাবের অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ১৬ জানুয়ারি রাত ৮টা সময় বাঁশখালী উপজেলার
সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম বাজারের পূর্বে সূর্য খেলার মাঠস্থ বৈলগাঁও বাণীগ্রাম ছত্র কল্যাণ ক্লাব কর্তৃক আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়, এতে মোকাবেলা করেন বৈলগাঁও বিএনএফ বনাম কালিপুর ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে । এতে ২-২ গোলে খেলা সমাপ্ত হলে খেলা ট্রাইবেকারে চলে যায়। ট্রাইবেকারে বৈলগাঁও বিএনএফকে ২-১ গোলে পরাজিত করে, কালিপুর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উক্ত খেলায় প্রধান রেফারির  দায়িত্ব পালন করেন এম. দিলদার এইচ রানা,সহকারি রেফারির দায়িত্ব পালন করেন আহমুদুল হক ও মো. বাদশা। খেলা পরিচালনা কমিটির পক্ষে, মো. শাকিল, মিসবাহ, ওয়াজেদ, মুন্না, তানভির, নুরআলম, রানা, রকিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

খেলার প্রধান অতিথি হিসাবে ছিলেন, পূর্ব বৈলগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, সাধনপুর ১নং ওয়ার্ড থেকে বার বার নির্বাচিত ইউ/পি সদস্য, এম. ফেরদাউস-উল হক।
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সাধনপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি  অাবু রাশেদ মনির।
সম্মানিত অতিথি হিসেবে ছিলেন এম. শাহজাহান উল হক সভাপতি, বাঁশখালী স্বাধীনতা ক্লাব।রাশেদুল ইসলামসহকারী শিক্ষক, আসিয়া উচ্চ বিদ্যালয়, পটিয়া। এম. দিলদার এইচ. রানা সাধারণ সম্পাদক, বাঁশখালী অনুপ্রেরণা ক্লাব। ফজল আহাম্মদ,রাজনীতিবিদ ও সমাজ সেবক রাওশন, নুরুর হক, ইমন প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ