কোয়ালিটি অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুনামেন্টে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয়

ক্রীড়া প্রতিবেদকঃ
চট্টগ্রাম কোয়ালিটি স্কুল কর্তৃক আয়োজিত অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুনামেন্টে আজ ১৬ জানুয়ারি  নভেম্বর চাঁদগাঁও কোয়ালিটি স্পোট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
 এতে মোকাবেলা করেন বাঁশখালী ক্রিকেট একাডেমি বনাম আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি।

অনুষ্ঠিত খেলায় শোয়াইবুল  ইসলাম ও আশরাফুল ইসলামের দারুন  স্পিন নৈপুণ্যে আফতাব আহমেদ ক্রিকেট অ্যাক্যাডেমি কে ৬ উইকেটে  বিশাল ব্যবধানে পরাজিত করে উক্ত টুর্ণামেন্টের প্রথম খেলায়  জয় তুলে নেয় বাঁশখালী ক্রিকেট একাডেমি।


দুপুরে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আফতাব আহমেদ ক্রিকেট অ্যাক্যাডেমি,নির্ধারিত ২০/ ১৬.২ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে মাত্র ৭৫ রান সংগ্রহ করেন। দলের হয়ে সায়ান ২০,সোহা ১০, আজমান ১৩, রাহুল ৯, আসিফ ৮ রান করেন।

বাঁশখালী ক্রিকেট একাডেমির হয়ে শোয়াইবুল ইসলাম ও আশরাফুল ইসলাম ৩টি,ইকন ও মোঃ শাজাহান ১টি করে উইকেট লাভ করে।

জবাবে বাঁশখালী ক্রিকেট একাডেমির ৭৬ রানের জয়ের লক্ষে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় লক্ষে বন্দরে পৌঁছি।দলের হয়ে আশরাফুল ইসলাম তানভীর ১৪* লোকমান ৯*মোঃ সাইফুল ইসলাম ৯,আজিম ৮ রান করেন। আফতাব আহমেদ ক্রিকেট একাডেমির হয়ে রাহুল ও সোহা ১টি করে উইকেট লাভ করে।


খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,এতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান আকবর প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে বক্তব্যের রাখেন,
ব্যক্তব্যের শুরুতে বাঁশখালী ক্রিকেট একাডেমী সকল কর্মকর্তা খেলোয়াড়বৃন্দের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন  বাঁশখালীর মতন এমন একটি জায়গায় ক্রিকেট অ্যাক্যাডেমি গঠন করে সেই একাডেমি খেলোয়াড়রা চট্টগ্রামের বিভিন্ন টুনামেন্টে জয়েন করে চট্টগ্রাম শহরের বড় বড় একাডেমি গুলিকে হারিয়ে দেওয়া এতো সহজ কাজ নয়, তোমাদের ব্যাটিং বোলিং, ফিল্ডিং দেখে পরিণত খেলোয়াড় মনে হয়েছে, তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা।

বক্তব্যে শেষে মোঃ আব্দুল হান্নান আকব বাঁশখালী  ক্রিকেট অ্যাক্যাডেমির খেলোয়াড় শোয়াইবুল ইসলামের হাতে  ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। এদিকে উক্ত ম্যাচে জয় লাভ করাই সকল খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন বাঁশখালী ক্রিকেট একাডেমির চেয়ারম্যান  শহিদুল মোস্তফা চৌধুরী মিজান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ