বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মোহাম্মদ এরশাদঃ
চট্টগ্রামে বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকার সময় নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের মাঠস্থ এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। 

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, পৌরসভা মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, উপপুলিশ পরিদর্শক সেকেন্ড অফিসার নাজমুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, দক্ষিণ জেলা আওয়ামীলীগের কার্যকরি সদস্য চট্টগ্রাম জেলা পরিষদের মহিলা সদস্য শাহীদা আক্তার জাহান, উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শাহাদাত আলম, সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রাশিদ আহমদ চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক শিকদার, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিলউদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শ্যমল দাশ, শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন, চনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন রশীদ, যুব নেতা এনামুল হক চৌধুরী, সাংবাদিক উজ্জ্বল বিশ্বাস, পৌরসভা যুবলীগের আহবায়ক হামিদুল্লাহ, মওলানা আক্তার হোসেন, বাঁশখালী উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম আহবায়ক যুবলীগ নেতা মাহমুদুল ইসলাম, শেখ মোস্তবা চৌধুরী মিশু, পৌর কাউন্সিলর আবদু রহমান, উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক ইমরুল হক চৌধুরী ফাহিম, উপজেলা যুবলীগ নেতা মোঃ জমির সহ আওয়ামঅলীগ যুবলীগ ছাত্র লীগ মহিলা লীগের নেতৃবৃন্দ প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ