বাঁশখালীতে অপহরণ মামলার আসামী জসিম গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতাঃ
চট্টগ্রামের বাঁশখালীতে অপহরণ মামলার আসামী জসিম উদ্দীনকে বিকালে
রামদাশ মুন্সির হাট পুলিশ তদন্ত  কেন্দ্রের ইনচার্জ মোঃ মামুন হাচানের নেতৃত্বে গ্রেপ্তার করতে সক্ষম হন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে বাঁশাখালীর গুনাগরী চৌমুহনী হইতে পূর্ব গুনাগরী এলাকার জসিম উদ্দীনকে গ্রেপ্তর করেন। গ্রেপ্তরকৃত আসামীর পিতার নাম জানা যায়নি।
মামলা সূত্র জানা যায়, অপহরণকৃত ব্যাক্তি ও মামলার বাদী আনোয়ার মিয়া চট্টগ্রাম বিজ্ঞ আদালতে তার মেয়ে ধর্ষণ মামলার স্বাক্ষী প্রদানের উদ্যেশে বাঁশখালীর বৈলছড়ী হইতে আদালতে যাওয়া পথে গুনাগরীস্থ এগনী মার্কেটের এলাকায়  (গত ৬ আগস্ট) অজ্ঞাত দুই যুবক চলন্ত গাড়ী থামিয়ে তাকে জোর পূর্বক গাড়ী থেকে নামিয়ে এবং গাড়ীর চাবিও নিয়ে নেন। পরে আনোয়ার মিয়াকে এগনী মার্কেটের নিয়ে তাকে চাপ সৃষ্টি করেন যে, তার মেয়েকে ধর্ষণ মামলাটি উঠিয়া নিতে, সে রাজি না হওয়ায় তাকে হত্যার হুমকী প্রদান করে একটি সিএনজি যোগে জোর পূর্বক বাহারচড়া এলাকায় হত্যা উদ্যেশে নিয়ে যাওয়ার পথে বাহারছড়া বশির উল্লাহ মিয়াজির বাজার পৌছলেই হঠাৎ অপহরণকারীরা পুলিশ আসার খবর পেয়ে তাকে  সিএনজি থেকে বাহারছড়া বশির উল্লাহ মিয়াজির বাজার নামিয়ে দেন। পরে বাদী বাড়ী উদেশ্যে বশির উল্লাহ বাজার হইতে সিএনজি যোগে  পালেগ্রাম ছলিয়ার ছলিয়ার বড় পুলস্থ পৌছলে তাকে বাঁশখালী থানা পুলিশ  উদ্ধার করেন। এ জেরে  ৬ আগস্ট আনোয়ার মিয়া বাদী হয়ে বাঁশখালী থানায় দুই জনের নাম উল্লেখ ও দুই জন অজ্ঞাত আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ