বাঁশখালীর নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

দিগন্ত দেবঃ
সবাই হবো ভালো কাজে যুক্ত দেশকে করবো দূর্নীতি মুক্ত" এই শ্লোগানে নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর, মুক্তিযোদ্ধা কর্ণার ও সততা সংঘকে শক্তিশালী করণের লক্ষে রচনা, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,
আজ ২৬ আগষ্ট সকাল ১০ টায় নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ে হল রুমে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইশতিয়াক আহমদ, বাবু তাপস কুমার নন্দী,মোহাম্মদ ইয়াছিন চেয়ারম্যান ১২নং(ক) শেখেরখীল ইউনিয়ন পরিষদ ও মীর বেলাল সিকদার সভাপতি, না. শে. স. প্রা. বিদ্যালয় পরিচালনা কমিঠি ।প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ তিন বছর আগের ও বর্তমান সময়ের উন্নয়ন কর্মকাণ্ডের তুলনামূলক পর্যালোচনা করেন এবং পড়ালেখার মান টেকসই করার জন্য শিক্ষকমন্ডলীকে অনুরোধ করেন, প্রধান শিক্ষক ও সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান এবং শিক্ষক মন্ডলীর আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ